
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সিলেটে অবৈধভাবে সাদা পাথর পরিবহনের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে ১২০টি ট্রাক জব্দ করেছে যৌথবাহিনী। বুধবার রাতভর কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় স্থাপিত তল্লাশিচৌকিতে এ অভিযান পরিচালিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার জানিয়েছেন, জব্দকৃত এসব পাথর সাদা পাথর দিয়েই প্রতিস্থাপন করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাথর উত্তোলন বন্ধ রাখতে উভয় এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। এ জন্য পৃথক দুটি স্থানে তল্লাশিচৌকি বসিয়ে কঠোর তদারকি করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সিলেটের ৮টি পাথরকোয়ারি ও কোয়ারির বাইরের অন্তত ১০টি এলাকায় অবাধে পাথর লুটপাট শুরু হয়। বিশেষ করে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা, ভোলাগঞ্জ পাথরকোয়ারি, সংরক্ষিত বাঙ্কার এলাকা এবং গোয়াইনঘাটের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা জাফলং ও পর্যটনকেন্দ্র বিছনাকান্দি থেকে ব্যাপক হারে পাথর উত্তোলন হয়েছে।
অভিযান চলমান থাকায় অবৈধ পাথর পরিবহনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।




























