
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: মিরপুরের স্পিন সহায়ক উইকেটে প্রথম ওয়ানডেতে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে পাঁচ স্পিনার নিয়ে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। সেই কৌশলেই মিলল সাফল্য-তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে সুপার ওভারে মাত্র ১ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল ক্যারিবিয়ানরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ২১৩ রান, জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে সমান রান তুলে ম্যাচকে গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে নাটকীয়তা।
সুপার ওভারে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ করে ১০ রান। রাদারফোর্ড দ্বিতীয় বলে আউট হলেও শাই হোপের ৭ ও ব্যান্ডন কিংয়ের ৩ রানে দল পায় চ্যালেঞ্জিং পুঁজি।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই নো-বল থেকে ৪ রান পায় বাংলাদেশ। ফলে ৫ বলে দরকার ছিল ৭ রান। দ্বিতীয় বলে ডট, তৃতীয় বলে সিঙ্গেল নেওয়ার পর চতুর্থ বলে সৌম্য সরকার ক্যাচ আউট হন। পঞ্চম বলে শান্ত এক রান তুললেও শেষ বলে ৪ রানের প্রয়োজন ছিল-কিন্তু মুদাকেশ মোতির দুর্দান্ত ডেলিভারিতে মাত্র ১ রানেই থামে বাংলাদেশ, ১ রানে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের ২১৩ রানের জবাবে ইনিংসের শুরুতেই নাসুম আহমেদের বলে আউট হন ব্যান্ডন কিং। এরপর অ্যালিক অ্যাথানাজে ও কার্টি দলকে এগিয়ে নেন, তবে বড় ইনিংস খেলতে পারেননি কেউ। অ্যাথানাজে করেন ২৮, কার্টি ৩৫।
রিশাদ হোসেনের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। একপর্যায়ে ১৩৩ রানে ৭ উইকেট হারানো ক্যারিবিয়ানরা ধীরে ধীরে ফিরে আসে অধিনায়ক শাই হোপের দায়িত্বশীল ব্যাটিংয়ে।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। কিন্তু বাংলাদেশি বোলারদের শৃঙ্খলিত বোলিংয়ে তুলতে পারে মাত্র ৪ রান, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন ৩ উইকেট, নাসুম আহমেদ ও তানভীর ইসলাম নেন ২টি করে উইকেট।
টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দ্রুতই বিপদে পড়ে। ১৬ বলে ৬ রান করে আউট হন সাইফ হাসান, এরপর একে একে সাজঘরে ফেরেন হৃদয় (১২), শান্ত (১৫) ও অঙ্কন (১৭)।
সৌম্য সরকার ৪৫ রানের ইনিংস খেললেও ফিফটির আগেই আউট হন।
শেষদিকে মেহেদী হাসান মিরাজ (৩২) ও রিশাদ হোসেন (৩৯)* চমৎকার পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহে পৌঁছে দেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে মুদাকেশ মোতি ৩ উইকেট, আর অ্যাথানাজে ও আকিল হোসেন নেন ২টি করে উইকেট।
ম্যাচের সংক্ষিপ্ত ফলাফল
বাংলাদেশ: ২১৩/৯ (৫০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ২১৩/৯ (৫০ ওভার)
ফলাফল: ওয়েস্ট ইন্ডিজ জয়ী (সুপার ওভারে ১ রানে)
সিরিজ অবস্থা: ১-১ সমতা





























