
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এ হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তারা স্লোগান দিতে দিতে প্রথমা ভবনে হামলা চালান।
সরেজমিনে দেখা যায়, প্রথম আলো প্রকাশনার প্রথমা ভবনের প্রবেশপথ ও ভেতরের অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। জানালার কাচ ভেঙে যায়, ক্ষতিগ্রস্ত হয় আসবাবপত্র ও অফিস সরঞ্জাম। ভবনের ভেতর ও বাইরে একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভবনে থাকা পুরোনো পত্রিকা, কাগজপত্র ও অন্যান্য সামগ্রী নিচের রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। কয়েকটি কম্পিউটারও ভাঙচুর করা হয়।
এরপর রাত আনুমানিক ১টার দিকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে থাকা সাংবাদিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।
ঘটনার সময় কারওয়ান বাজার থেকে ফার্মগেটগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দুটি পত্রিকার কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


























