
আওয়ার টাইমস নিউজ।
মাত্র ১৮ বছর বয়সেই রেকর্ডবুক কাঁপালেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণী মাহনূর চীমা। একাডেমিক কৃতিত্বের জন্য একসঙ্গে ৬টি বিশ্ব রেকর্ড গড়ে এবার জায়গা করে নিয়েছেন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি অক্সফোর্ডে।
কী করেছেন মাহনূর?
সবচেয়ে বেশি এ-লেভেল বিষয় (২৪টি) এবং এক্সটেন্ডেড প্রজেক্ট কোয়ালিফিকেশন (EPQ) ডিস্টিংশনসহ পাস করেছেন।
মোট ১৯টি A* ও A গ্রেড পেয়েছেন।
এ-লেভেলে ১১টি A* এবং জিসিএসইতে ৩৪টি A*—মোট ৪৫টি A* নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন।
সব মিলিয়ে ৫৮টি ভিন্ন ভিন্ন বিষয়ে সাফল্য দেখিয়েছেন।
মাত্র ১৬ বছর বয়সেই তিনি ৩৪টি জিসিএসই পাস করেছিলেন, যা তখনই তাকে আলোচনায় এনেছিল।
স্বপ্নপূরণ
২০০৬ সালে পাকিস্তান থেকে পরিবারসহ যুক্তরাজ্যে আসেন মাহনূর। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল অক্সফোর্ডে পড়া। অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে—অক্টোবরে তিনি মেডিসিন বিভাগে পড়াশোনা শুরু করবেন।
মাহনূর বলেন,
“অক্সফোর্ডে ভর্তি হওয়া ছিল আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আমি বাবা-মায়ের ত্যাগের কাছে কৃতজ্ঞ।”
অন্য অর্জন
শুধু পড়াশোনায় নয়, সঙ্গীত, অভিনয় ও বক্তৃতায়ও মাহনূর দারুণ প্রতিভাবান। তিনি মেনসা ইন্টারন্যাশনালের সদস্য, যা বিশ্বের উচ্চ আইকিউধারী সংগঠন।
তার এই অর্জনে পাকিস্তানে গর্বের ঢেউ উঠেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে উপহার দিয়েছেন একটি ম্যাকবুক।
সূত্র: ব্রিটিশ সংবাদ মাধ্যম




























