
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ নরওয়ে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে ও ইসলামভীতি রোধে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। দেশটি চালু করেছে একটি জাতীয় ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত ঘৃণামূলক আচরণ ও বৈষম্যের তথ্য সংগ্রহ করা হবে। এতে তৈরি হবে একটি পূর্ণাঙ্গ জাতীয় ডাটাবেস, যা ভবিষ্যতে ইসলামভীতি প্রতিরোধে প্রমাণনির্ভর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
সম্প্রতি রাজধানী ওসলোতে অনুষ্ঠিত ‘স্টপ ইসলামোফোবিয়া’ সম্মেলনে এই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজন করে ইসলামিক ডায়ালগ নেটওয়ার্ক, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইমাম, গবেষক, রাজনীতিবিদ, তরুণ নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন ওসলোর মেয়র অ্যান লিন্ডবোয়ে।
উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “একটি ন্যায্য ও ঐক্যবদ্ধ সমাজ গড়তে এমন উদ্যোগ সময়ের দাবি। ঘৃণা ও বৈষম্য মোকাবিলায় সরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান ও নাগরিক সংগঠনগুলোর সমন্বিত সহযোগিতা অপরিহার্য।”
নতুন এই পোর্টালের মাধ্যমে ইসলামভীতি বা মুসলিমবিরোধী ঘটনাগুলোর রেকর্ড সংরক্ষণের পাশাপাশি সেগুলো বিশ্লেষণ করে সমাজে সচেতনতা বৃদ্ধি ও শিক্ষা কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে। ইসলামিক ডায়ালগ নেটওয়ার্ক জানিয়েছে, ইসলামভীতি কেবল মুসলমানদের সমস্যা নয়, এটি গোটা সমাজের গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে।
সংগঠনটির মতে, দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলমানদের নিয়ে নেতিবাচক প্রচারণা ভয় ও বিভাজন সৃষ্টি করছে। তাই এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঘৃণা-অপরাধ প্রতিরোধে শিক্ষা, সংলাপ ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
নরওয়ের এই উদ্যোগকে আন্তর্জাতিক মহলে স্বাগত জানানো হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন, ধর্মীয় বৈষম্য মোকাবিলায় এটি একটি প্রমাণনির্ভর ও সমন্বিত জাতীয় কৌশল, যা দেশটির সামাজিক সম্প্রীতি ও ন্যায়বিচারের সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।





























