
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, ইসরায়েল পশ্চিম তীর দখলের কোনো পদক্ষেপ নেবে না। তিনি সাংবাদিকদের বলেন, “ইসরায়েল পশ্চিম তীরে কোনো কার্যক্রম করবে না।”
এর আগে ইসরায়েলের পার্লামেন্ট কেনেসেট পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রস্তাবের প্রাথমিক অনুমোদন দেয়, যা যুক্তরাষ্ট্রের কঠোর বিরোধিতার মুখে পড়ে। টাইম ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, ইসরায়েল যদি পশ্চিম তীর দখলের পথে এগোয়, তবে যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক ও অর্থনৈতিক সহায়তা হারাবে।
প্রসঙ্গত, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, কেনেসেটের ভোট কেবল রাজনৈতিক কৌশল হিসেবে প্রণীত হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সফরের সময়ে বিরোধী দল উত্তেজনা সৃষ্টি করতে এই প্রস্তাব আনে।
এদিকে ভেনেজুয়েলার প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখনও কোনো বোমারু বিমান মোতায়েন করেনি, তবে খুব শিগগিরই স্থল অভিযান চালানো হতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাহিনী আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলা সংলগ্ন এলাকায় দুইটি অভিযান চালিয়েছে। এই অভিযান সহিংস মাদক চক্র ও ‘নার্কো-সন্ত্রাসী’ গোষ্ঠীকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে।
সূত্র: শাফাক নিউজ



























