
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: টস হেরে আগে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা করে শ্রীলঙ্কার দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। ইনিংসের প্রথম পাঁচ ওভারেই দ্রুত রান তুলছিলেন তারা।
প্রথম তিন ওভারে শরীফুল ও নাসুম কিছুটা খরুচে হলেও প্রতিরোধ গড়তে থাকেন। তবে পঞ্চম ওভারে এসে আঘাত হানেন তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে তিনি ফিরিয়ে দেন পাথুম নিশাঙ্কাকে। তার বিদায়ে ভাঙে শ্রীলঙ্কার ওপেনিং জুটি। পাঁচ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ৪৪ রান।
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টসে জিতে বাংলাদেশ নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
আজকের একাদশে পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন নুরুল হাসান ও রিশাদ হোসেন। দলে ফিরেছেন মেহেদী হাসান ও শরীফুল ইসলাম। অন্যদিকে শ্রীলঙ্কা নামিয়েছে অপরিবর্তিত একাদশ। ব্যক্তিগত শোকের পরও দলে রয়েছেন দুনিত ভেল্লালাগে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা।































