
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, নতুন সরকার যদি তাকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানায় তবুও তিনি মন্ত্রিসভায় যোগ দেবেন না। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বলার সময় তিনি স্পষ্টভাবে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, “যদি আমাকে সম্মান দেখিয়ে আমন্ত্রণ জানানোও হয়, আমি সম্মান করব কিন্তু কেবিনেটের অংশ হব না।” তিনি এ ব্যাপারে পুনরায় জোর দিয়ে বলেন যে, তিনি কোনো স্বার্থসিদ্ধির জন্য চাকরি গ্রহণে আগ্রহী নন এবং ‘সেফ এক্সিট’ বা ক্ষমতার নিরাপদ বহির্গমনে তার প্রয়োজন নেই।
ড. খালিদ আরও বলেন, কিছু উপদেষ্টা সংবাদে বলা হচ্ছে তারা ভবিষ্যৎ সরকারের সঙ্গে সম্পর্কে থাকতে চাইছে; কিন্তু তিনি ব্যক্তিগতভাবে এমন কোনো লিয়াজোঁ মেইনটেইন করবেন না। তিনি সতর্ক করেছেন যে উপদেষ্টাদের সম্পর্কে অগোছালো সিদ্ধান্ত এবং দলগত প্রভাব এভাবে গ্রহণযোগ্য প্রথায় রূপ নেবে না।
একই অনুষ্ঠানে তিনি সরকারি তহবিল থেকে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও ধর্মীয় স্থানসমূহে অর্থবন্টনের প্রসঙ্গেও মন্তব্য করেন এবং বলেন, সরকারের অর্থায়ন ও কর্তৃপক্ষের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হয়, এগুলোকে ধর্মীয় আইনের সঙ্গে সরাসরি যুক্ত করা যাবে না, কারণ দেশ সেকুলার রাজ্য কাঠামোর মধ্যে পরিচালিত।
ড. খালিদ অনুষ্ঠানে বলেন, নির্বাচন হলে তিনি সরকারি দায়িত্ব থেকে সরে যাবেন এবং তখন ব্যক্তিগতভাবে ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করবেন না, এটিকে তিনি তার রাষ্ট্রীয় দায়বদ্ধতার সীমা হিসেবে উল্লেখ করেন।





























