
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন সংগঠন হামাসের কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছেন, তারা গাজার রাস্তায় রাস্তায় দ*খ*লদা*র ইসরাইলি বাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধ করেছেন। এবং তিনি এটাও নিশ্চিত করেছেন যে, হামাস যোদ্ধারা গত চার দিনে কয়েক ডজন ইসরাইলি সামরিক যানে বোমা মেরে সম্পুর্ন ধ্বংস করে দিয়েছে, এতে অনেক ইসরাইলি সেনা নিহত হয়েছেন।
হামাস মুখপাত্র আবু ওবায়দা আরো দাবি করেছেন, কাসসাম ব্রিগেডের যোদ্ধারা বেইত হানুনে একটি ইসরাইলী বাহিনীদের অবস্থান করা একটি অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস করেছে। এখানে ইসরাইলি বিশেষ বাহিনীর সদস্যরা অবস্থান করছিল। তিনি জানান, এতে অনেক ইসরাইলি সৈন্যরা নিহত হয়েছে।
এদিকে হামাসের এই দাবি কিংবা হতাহত বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনী পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো বিবৃতি আসেনি।
সুত্রঃ আল জাজিরা, এএপি



























