
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: মনুমেন্টাল স্টেডিয়ামে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে এটি ছিল আর্জেন্টাইন কিংবদন্তির দেশের মাটিতে শেষ ম্যাচ। বিদায়ী রাতটিকে স্মরণীয় করে রাখতে প্রথমার্ধের শেষ দিকে জুলিয়ান আলভারেজের পাস থেকে দারুণ এক চিপ শটে গোল করেন মেসি। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়ামের ৮০ হাজার দর্শক। শেষ পর্যন্ত ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।
এই গোল মেসির ক্যারিয়ারের সঙ্গে জড়িয়ে আছে বিশেষ স্মৃতি। প্রায় দুই দশক আগে বাছাইপর্বে প্রথম গোলও করেছিলেন ভেনেজুয়েলার বিপক্ষেই। আবার একই প্রতিপক্ষের বিপক্ষেই দিয়েছিলেন ১০ নম্বর জার্সিতে প্রথম গোল। শুরু যেমন হয়েছিল ভেনেজুয়েলাকে দিয়ে, শেষটাও হলো আবেগঘন মুহূর্তে।
দ্বিতীয়ার্ধে নিকো গঞ্জালেসের ক্রসে লাওতারো মার্টিনেস গোল করেন। এরপর থিয়াগো আলমাদার সঙ্গে সমন্বয়ে মেসি আরেকটি সহজ ট্যাপ-ইনে জোড়া গোল পূর্ণ করেন। চলতি বাছাইপর্বে এটি তার অষ্টম গোল, যা তাকে সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে।
পুরো ম্যাচ জুড়ে চোখে পানি, সমর্থকদের ভালোবাসা আর করতালিতে ভেসেছেন মেসি। দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফাইনালিসিমা জেতার পর দেশের মাটিতে এই শেষ ম্যাচও রয়ে গেল সোনালি স্মৃতির পাতায়।
আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনার বাছাই মিশন। তবে সমর্থকদের হৃদয়ে মেসির এই বিদায়ী রাত থাকবে অমলিন হয়ে।































