
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ব্যাটিং শুরু করেছিল ভয়ানকভাবে খারাপভাবে। প্রথম দুই ওভারে কোনো রান তোলার আগেই দুই ওপেনার ফিরে যান। পরের দিকে আশা জাগালেও অধিনায়ক লিটন দাস থামেন ২৮ রানে। ফলে দল তখন ৫৩ রানে ৫ উইকেটে বিপর্যয়ে।
সেখান থেকেই দলের হাল ধরেন জাকের আলী ও শামীম হোসেন। দুজন মিলে ষষ্ঠ উইকেটে রেকর্ড ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে টেনে তোলেন।
শামীম হোসেন খেলেছেন ৩৪ বলে ৪২ রানের ঝলমলে ইনিংস।
জাকের আলী সমান ৩৪ বলে করেছেন ৪১ রান।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৩৯ রান।
টি–টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ৮১ রান। ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেই জুটি গড়েছিলেন আফিফ হোসেন ও নুরুল হাসান।































