
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুজনই এমন নেতা যাদের মোকাবিলা করা সহজ নয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “দুজনই বুদ্ধিমান, শক্তিশালী ও কঠোর মানসিকতার মানুষ। তাদের গুরুত্ব দেওয়া ছাড়া উপায় নেই। দুজনকেই সামলানো কঠিন।
এটি ছিল সিবিএসের মূল কোম্পানির সঙ্গে মামলা নিষ্পত্তির পর ট্রাম্পের প্রথম টেলিভিশন সাক্ষাৎকার। সাক্ষাৎকারে তিনি ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গেও মন্তব্য করেন। তাঁর দাবি, “আমি দায়িত্বে থাকলে ইউক্রেন যুদ্ধ কখনোই হতো না। বাইডেনের নীতিগত ব্যর্থতাই এই সংঘাতের জন্ম দিয়েছে।”
ট্রাম্প আরও বলেন, “আমার চার বছরের মেয়াদে যুক্তরাষ্ট্র কখনো এমন কোনো যুদ্ধে জড়ায়নি। এমনকি পুতিনও বলেছেন, যদি ট্রাম্প প্রেসিডেন্ট থাকতেন, যুদ্ধ এড়ানো সম্ভব হতো।”
নিজ প্রশাসনের সামরিক শক্তি প্রসঙ্গে ট্রাম্পের দাবি, “আমার আমলে আমরা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুনর্গঠন করেছি। বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র আমরা তৈরি করেছি, যেগুলো আজও বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে।”
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কেও ট্রাম্প ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, “শির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তিনি একজন শক্তিশালী ও প্রভাবশালী নেতা। করোনাভাইরাস মহামারির সময় কিছু টানাপোড়েন তৈরি হয়েছিল, কিন্তু দুই দেশের সম্পর্ক এখনো স্থিতিশীল।”
সাম্প্রতিক সময়ে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। তাঁর ভাষায়, “দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সূত্র: CBS News, The Guardian, Reuters



























