
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামে নেইমারবিহীন ব্রাজিল। তবে শেষটা সুখকর হলো না তাদের। ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
সমুদ্রপৃষ্ঠ থেকে নয় হাজার ফুট ওপরে অবস্থিত লা পাজে খেলার শুরু থেকেই ভুগতে থাকে ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে বিতর্কিত এক পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন বলিভিয়ার মিগুয়েল তেরসেরোস। এরপর সমতায় ফেরার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় সেলেসাওরা।
কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটিই ব্রাজিলের প্রথম হার। এর আগে টানা তিন ম্যাচে অপরাজিত ছিল তারা।
এদিকে ব্রাজিলের ফুটবল ফ্যানের একাংশ এই হারের জন্য নেইমারকে দলে না নেয়াকে দুষছেন, এবং কোচ কার্লো আনচেলত্তির ওপরে ক্ষোভ প্রকাশ করেছেন।
এই হারের ফলে ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে বাছাইপর্ব শেষ করেছে ব্রাজিল। অন্যদিকে এই জয়ে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে শেষ করা বলিভিয়া নিশ্চিত করেছে আন্তঃমহাদেশীয় প্লে-অফ।































