
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে মেসিবিহীন আর্জেন্টিনা বাজেভাবে হেরেছে ইকুয়েডরের কাছে। গায়াকিলে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে হার দিয়ে বাছাইপর্ব শেষ করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
লিওনেল মেসি ছিলেন না দলে, বিশ্রাম পেয়েছিলেন আরও কয়েকজন তারকা। ফলে বিকল্প একাদশ নিয়ে নেমে ছন্দ খুঁজে পায়নি আর্জেন্টিনা। প্রথমার্ধেই অধিনায়ক নিকলাস অটামেন্ডি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যোগ করা সময়ে ভিএআরের সহায়তায় পাওয়া পেনাল্টি থেকে গোল করেন ইকুয়েডরের এনার ভ্যালেন্সিয়া।
দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের মোইসেস কাইসেডো লাল কার্ড দেখলেও আর্জেন্টিনা খেলায় ফিরতে পারেনি। লো চেলসো একটি সুযোগ মিস করেন, আর এমিলিয়ানো মার্তিনেজ একাধিক সেভে দলকে আরও বড় ব্যবধানে হার থেকে রক্ষা করেন।
শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।































