
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে মাত্র ১৩৩ রানে থামিয়ে দিয়েছে পাকিস্তান। পেসার শাহীন শাহ আফ্রিদির ঝলকেই মূলত ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারেই ওপেনার কুশল মেন্ডিস (০) ও পাথুম নিশাঙ্কাকে (৮) হারায় শ্রীলঙ্কা। এরপর কুশল পেরেরা কিছুটা লড়াই করলেও হরিস রউফের শিকার হয়ে ফেরেন। পাওয়ারপ্লেতে স্কোরবোর্ডে ওঠে ৫৩ রান, তবে ৫ উইকেট হারানোয় বিপদ কাটেনি।
এক প্রান্তে লড়ে যান কামিন্দু মেন্ডিস। ৪৪ বলে ৫০ রানের লড়াকু ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। কিন্তু শেষ দিকে শাহিন আফ্রিদির রিভার্স স্যুইংয়ে তার প্রতিরোধও ভাঙে।
পাকিস্তানের বোলিং আক্রমণে শাহীন নেন ৩ উইকেট, হরিস রউফ ও হুসাইন তালাত ২টি করে আর আবরার আহমেদ পান ১ উইকেট।
কামিন্দুর অর্ধশতক ছাড়া লঙ্কানদের ইনিংসে বড় কোনো অবদান ছিল না। নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যন্ত থামে মাত্র ১৩৩ রানে—যা এশিয়া কাপে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর জন্য একেবারেই অপ্রতুল।






























