
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে। মাত্র কয়েক মিনিট পর ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার আবারও কেঁপে ওঠে সিলেট অঞ্চল।
ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে,
প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫, দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৩, এর উৎপত্তিস্থল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী এলাকা।
এ ছাড়া রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার প্রভাবও সীমান্তবর্তী এলাকায় সামান্য অনুভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে রাতের কম্পন ঘুমন্ত মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে।





























