
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকার কালশীতে একটি বহুতল কমিউনিটি সেন্টারে আগুন লেগে তা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের তৎপরতায় শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, আগুন লাগার স্থানে মূলত পরিত্যক্ত মালামাল রাখা ছিল। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া এখন আর আগুন বাড়ার কোনো সম্ভাবনা নেই। আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে জানা যাবে।
তিনি আরও বলেন, রাত ১০টা ১৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়ার পর তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টার পর রাত ১২টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, আগুন লাগার সময় কমিউনিটি সেন্টারে কোনো অনুষ্ঠান চলছিল না। আগুনের কারণে আংশিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি।



























