
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকার কালশী রোডে এক ছয়তলা ভবনের শীর্ষ তলায় শুক্রবার রাতে ভয়াবহ আগুন লাগে। পাশের ভবনে অবস্থিত কমিউনিটি সেন্টার (বিবাহ বাড়ি)-সহ ওই ভবনের উপরের তলাগুলো আগুনে আচ্ছন্ন হয়।
আগুন লাগার খবর পেয়ে ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে দ্রুত ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে আরও চারটি ইউনিট রেসপন্সের পথে রয়েছে বলে জানানো হয়েছে।
উড়ছে ঘন ধোঁয়া; আশপাশ বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়ে ওঠে। ফায়ার সার্ভিসের মুখপাত্র জানান, “ভবনের ছয় তলায় আগুন উৎপত্তি হওয়ার পর দ্রুত অন্য তলায়ও শিখা ছড়িয়ে পড়েছে। উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে।”
উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস সূত্রে বলা হয়েছে, আগুনের কারণ নিরূপণ এখনও সম্পন্ন হয়নি। ভবনের নিরাপত্তা ব্যবস্থাপনা ও অগ্নি সুরক্ষা নীতিমালা অনুসন্ধান করা হবে। এছাড়া ভবনের নিচের তলাগুলোতে রাজনৈতিক বা সামাজিক কার্যক্রম চলছিল কি না, তা নিয়েও তদন্ত চলতে পারে।
সুনির্দিষ্টভাবে বলা হয়নি যে ভবনের তলায় কোনো ব্যক্তি আটকা পড়েছে কি না। তবে রাত গভীর হওয়ায় ও ধোঁয়ার কারণে উদ্ধারকারীদের জন্য পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এক পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার সময় তারা দ্রুত আশেপাশের নিরাপদ স্থানে সরে গেছেন। ভবন মালিক এবং ইউএনও অফিস জানিয়েছেন, আগামী কয়েক ঘন্টায় পুরো ঘটনাস্থলে সার্বক্ষণিক মনিটরিং ও নিরাপত্তা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার প্রেক্ষিতে দৃষ্টান্তমূলকভাবে ভবনের অগ্নি সুরক্ষা পরীক্ষা, তত্ত্বাবধান ও প্রস্তুতির ওপর বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





























