
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েল–এর ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ক্রেমলিনের প্রধান আয়ের উৎসকে সরাসরি আঘাত করা।
তিনি আরও জানান, “এখনই যুদ্ধ থামানোর সময় এসেছে। রাশিয়াকে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে।” অর্থমন্ত্রী বেসেন্ট বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনায় যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না, তাই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি পশ্চিমা মিত্রদেরও এই নিষেধাজ্ঞা সমর্থনের আহ্বান জানান।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “বর্তমান পরিস্থিতিতে ইতিবাচক কোনো ফল সম্ভব নয়। তবে আমি বিশ্বাস করি, পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি উভয়েই শান্তি চান। এখনই সময় এই যুদ্ধের অবসান ঘটানোর।”
রুশ ও ইউক্রেনীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের ৪৩ হাজারের বেশি সেনা নিহত এবং ৩ লাখ ৭০ হাজারেরও বেশি আহত হয়েছে। অন্যদিকে রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ, প্রায় ২ লাখ ৫০ হাজার নিহত এবং এক মিলিয়নেরও বেশি হতাহত ও নিখোঁজ বলে জানা গেছে।
সূত্র: শাফাক নিউজ



























