
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে বিচারের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বুধবার (২২ অক্টোবর) অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, বাংলাদেশে গুমের ঘটনায় সামরিক বাহিনীর সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার এটি প্রথম উদাহরণ। ভুক্তভোগীদের জন্য জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই বিচারিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড পুরোপুরি মেনে চলার ওপর জোর দিয়েছে। এতে অন্তর্ভুক্ত রয়েছে যথাযথ আইনি প্রক্রিয়া, সুষ্ঠু বিচার নিশ্চিতকরণ, বিচার কার্যক্রম বেসামরিক আদালতে পরিচালনা এবং আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা অনুসারে মৃত্যুদণ্ড প্রদান থেকে বিরত থাকা।
আগামী ৮ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনটি পৃথক মামলায় ২৫ জন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। এর মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়।
২২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ওই ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তকে মানবাধিকার রক্ষার একটি বড় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।





























