
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ টি–টোয়েন্টি ২০২৫–এর নবম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ শুরু করেছিল দুর্দান্ত, কিন্তু শেষ পর্যন্ত সংগ্রহ ম্লান হয়ে যায়। গ্রুপ পর্বে টিকে থাকতে জয় প্রয়োজন ছিল, কিন্তু নির্ধারিত ২০ ওভারে টাইগাররা ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করতে পেরেছে।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া অধিনায়ক লিটন দাস এবং ওপেনাররা পাওয়ার প্লেতে শুরুতেই লড়াইয়ে উজ্জ্বল সূচনা দেন। তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান ৬৩ রানের জুটি গড়ে দলকে উড়ন্ত সূচনা দেন। তবে সপ্তম ওভারের তৃতীয় বলে আফগান অধিনায়ক রশিদ খান সাইফকে বিদায় করান। ২৮ বলে ৩০ রান করা সাইফের ইনিংসের মধ্যে ছিল দুই চার ও একটি ছক্কা।
সাইফের বিদায়ের পর তানজিদ হাসান লিটন ও তৌহিদ হৃদয়’র সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত তানজিদ ৩১ বলে ৫২ রান করেন, চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ইনিংসে। এরপর হৃদয় ২০ বলে ২৬ রান করে দলকে টেনে নেন, তবে শেষের পেনাল্টিমেট ওভারে আজমতউল্লাহ ওমরজাই’য়ের শিকার হন।
শেষ দিকে জাকের আলি ও নুরুল হাসান অপরাজিত থেকে ১২ রান যোগ করেন, যা দলকে লড়াই করার মতো অবস্থানে রাখে। আফগানিস্তানের পক্ষে রশিদ খান ও নুর আহমেদ দুটি করে উইকেট নেন, আর একটি উইকেট নেন ওমরজাই।
বাংলাদেশের জন্য এই ম্যাচ ছিল গ্রুপ–পর্বে টিকে থাকার এবং সুপার ফোরের দৌড়ে সুবিধা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে ‘বি’ গ্রুপে দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিটন দাসের দল।
সূত্র: ESPNcricinfo































