
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দেশটিতে নতুন নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পলিটিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠী দমন-পীড়নের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে। চলমান বিক্ষোভের সময় সহিংসতা ও ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য তিনি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দায়ী করেন। তার মতে, ইরানের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দেশটিতে নেতৃত্ব পরিবর্তনের বিষয়টি এখন সামনে এসেছে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বিক্ষোভ চলাকালে হতাহতের দায় উল্টো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপর চাপিয়েছেন। তার অভিযোগ, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে সহিংস গোষ্ঠীগুলোকে ইরানি জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে উপস্থাপন করছেন, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং শাসক ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলনের রূপ নেয়। সাম্প্রতিক সময়ে বিক্ষোভের মাত্রা কিছুটা কমলেও মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, এখন পর্যন্ত সহিংসতায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানি জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ না হলে ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ স্থগিত থাকবে। পরে ট্রাম্প দাবি করেন, তাকে জানানো হয়েছে যে দেশটিতে সহিংসতা আপাতত বন্ধ রয়েছে।




























