
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক:ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে তার ভয়াবহ জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, খামেনির দিকে কেউ হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে।
মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবলফাজল শেখারচি বলেন, ইরানের নেতৃত্বের ওপর আঘাত এলে শুধু প্রতিরোধ নয়, পাল্টা প্রতিক্রিয়ায় আগ্রাসনকারীদের পুরো ব্যবস্থাই ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেন, ট্রাম্প ভালোভাবেই জানেন, ইরানের নেতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তার পরিণতি হবে ভয়াবহ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আয়াতুল্লাহ খামেনির দীর্ঘ শাসনের অবসান প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি খামেনিকে অসুস্থ আখ্যা দিয়ে ইরানের জন্য নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও বলেন। ট্রাম্পের ওই বক্তব্যের পরপরই তেহরান থেকে আসে এই কড়া প্রতিক্রিয়া।
গত বছরের শেষ দিক থেকে ইরানে অর্থনৈতিক সংকট ঘিরে শুরু হওয়া বিক্ষোভ দমনে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ট্রাম্প এর আগেও দাবি করেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা কিংবা গণফাঁসি হলে তা ইরানের জন্য ‘রেড লাইন’ অতিক্রম করার শামিল হবে।
অন্যদিকে আয়াতুল্লাহ খামেনি বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকার অভিযোগ তুলেছেন। তিনি সহিংসতায় বিপুল প্রাণহানির বিষয়টি স্বীকার করলেও দায় চাপিয়েছেন বিদেশি ষড়যন্ত্রের ওপর।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে। যেকোনো ভুল সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম




























