
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক:ইংলিশ লিগ কাপ (কারাবাও কাপ)-এর দ্বিতীয় রাউন্ডেই থেমে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের যাত্রা। বুধবার (২৭ আগস্ট) লিগ ফোরের দল গ্রিমসবাই টাউনের বিপক্ষে টাইব্রেকারে ১২-১১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে রুবেন আমোরিমের শিষ্যরা। ম্যাচটি রোমাঞ্চকর গোল উৎসবে পরিণত হয়, যেখানে মূল সময়সহ শুটআউটে মিলিয়ে মোট ২৭টি গোল হয়েছে।
ব্লান্ডেল পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৯০ মিনিটের খেলায় ২-২ গোলের সমতা হয়। প্রথমার্ধে দাপট দেখায় স্বাগতিক গ্রিমসবাই। ২২ মিনিটে চার্লজ ভারনামের গোল দলের জন্য এগিয়ে নেয়। এর মাত্র আট মিনিট পর তাইরেল ওয়ারেনের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ৭৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল লিগ ফোরের দলটি।
শেষ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৭৫ মিনিটে ব্রায়ান এমবিউমোর দুর্দান্ত শটে ব্যবধান কমে আসে। ৮৯ মিনিটে হ্যারি মাগুইয়ারের গোল রেড ডেভিলসদের সমতায় ফেরায়। তবে শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।
টাইব্রেকারের প্রথম পাঁচ শটে উভয় দলই একটি করে সুযোগ নষ্ট করে। এরপর টানা ৭ শটে আর কোনো ভুল করেনি কেউ। অবশেষে ১২তম শটে গ্রিমসবাই গোল করার পর এমবিউমোর ব্যর্থতায় শেষ হয়ে যায় ম্যানইউর লিগ কাপ অভিযান।































