
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই হাইভোল্টেজ ম্যাচ।
শ্রীলংকার বিপক্ষে ২-১ ব্যবধানে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠে পাকিস্তানকে হারাতে দৃঢ়প্রতিজ্ঞ লিটন দাসের দল। তবে মাথায় রাখতে হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে শেষবারের মতো মুখোমুখি হয়ে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতাও রয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
টস হেরে পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, তিনি টস জিতলেও ফিল্ডিং নিতেন। প্রস্তুতি ও দল নিয়ে আত্মবিশ্বাসী বলেও জানান তিনি।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ:
ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আগা (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।































