
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: মিরপুরে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে মাত্র ১১০ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন, আর সেই সিদ্ধান্ত কাজে লাগিয়েছেন তাসকিন–মোস্তাফিজরা।
প্রথম ওভারেই শেখ মাহেদীর বলে ফখর জামানের সহজ ক্যাচ ফেলেছিলেন তাসকিন। তবে পরের ওভারে সেই ভুলের প্রায়শ্চিত্ত করেন তিনি, সাইম আইয়ুবকে সাজঘরে ফেরান এই পেসার। এরপর মোহাম্মদ হারিস (৪) ফেরেন মাহেদীর বলে, আর তানজিম সাকিবের শিকার হন পাকিস্তান অধিনায়ক সালমান আগা (৩)।
মোস্তাফিজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে হাসান নাওয়াজ (০) বাউন্ডারি লাইনে ধরা পড়েন। ৪১ রানেই পাকিস্তান হারায় ৪ উইকেট। এরপর রানআউটের ফাঁদে পড়েন মোহাম্মদ নাওয়াজ। ১২তম ওভারে রানআউট হয়ে ফিরেন ফখর জামানও—৪৪ রান করেন তিনি।
খুশদিল শাহ কিছুটা প্রতিরোধ গড়লেও তাসকিনের শেষ ওভারের তাণ্ডবে সব শেষ। প্রথম বলে ফাহিম আশরাফ ক্যাচ আউট, পরের বলে সালমান মির্জা রানআউট, পরের বলে আব্বাস আফ্রিদি ফেরেন লিটনের হাতে ক্যাচ দিয়ে। ১১০ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।
বাংলাদেশের হয়ে তাসকিন নেন সর্বোচ্চ ৩ উইকেট, মোস্তাফিজ ২, শেখ মাহেদী ও তানজিম সাকিব নেন একটি করে উইকেট।
ছোট লক্ষ্য তাড়ায় এখন লিটনদের দায়িত্ব, এই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়া।































