
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সিরিজ হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছে সফরকারীরা। ফলে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ১৭৯।
পাকিস্তানের ব্যাটিং ঝড়ে বড় সংগ্রহের মূল কারিগর ছিলেন ওপেনার সাহিবজাদা ফারহান। মাত্র ৪১ বলে ৬৩ রান করেন তিনি, ৬টি চার ও ৫টি ছয়ে সাজানো ছিল ইনিংসটি। তাঁকে সঙ্গ দেন সাইম আয়ুব (১৫ বলে ২১)। তবে মাঝপথে কিছুটা ছন্দ হারালেও শেষদিকে মোহাম্মদ নওয়াজের (১৬ বলে ২৭) ঝড়ো ইনিংস পাকিস্তানকে ভালো সংগ্রহ এনে দেয়।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ, ৪ ওভারে ৩৮ রানে ৩ উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে ২২ রানে ২ উইকেট শিকার করেন। সাইফউদ্দিন পান ১ উইকেট।
১৭৯ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশকে ইনিংসের শুরু থেকেই সাবধানী ও আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে। ওপেনার তানজিদ
































