
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আজকের দিনে ক্রিকেট থেকে ফুটবল, সব ধরনের খেলায় জমজমাট লড়াই অপেক্ষা করছে দর্শকদের জন্য। এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে ইউরোপের জায়ান্ট দলগুলো লিভারপুল, বায়ার্ন মিউনিখ, চেলসি, পিএসজি ও ইন্টার মিলান। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, নারী ওয়ানডে সিরিজ আর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপও আজকের দিনকে খেলাপ্রেমীদের জন্য বিশেষ করে তুলবে।
আজকের সূচি
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (এলিমিনেটর)
অ্যান্টিগা বনাম ত্রিনবাগো – সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
দ্বিতীয় নারী ওয়ানডে
ভারত বনাম অস্ট্রেলিয়া – দুপুর ২টা, স্টার স্পোর্টস ১
এশিয়া কাপ ক্রিকেট
পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত – রাত ৮টা ৩০ মিনিট, টি স্পোর্টস ও নাগরিক টিভি
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ
বিকেল ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
অলিম্পিয়াকোস বনাম পাফোস – রাত ১০টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস ২
বায়ার্ন মিউনিখ বনাম চেলসি – রাত ১টা, সনি স্পোর্টস ১
লিভারপুল বনাম আতলেতিকো মাদ্রিদ – রাত ১টা, সনি স্পোর্টস ২
আয়াক্স বনাম ইন্টার মিলান – রাত ১টা, সনি স্পোর্টস ৫
পিএসজি বনাম আতালান্তা – রাত ১টা, সনি লিভ
আজকের সূচিতে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় দর্শকদের জন্য রাতটা হবে উত্তেজনায় ভরপুর। বিশেষ করে এশিয়া কাপের লড়াই ও ইউরোপিয়ান ফুটবলের মহারণকে ঘিরে ভক্তদের মাঝে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে।































