
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও তা পূরণ করতে ব্যর্থ হয় বাংলাদেশ। নিজেদের মাঠে সিরিজের শেষ ম্যাচে জয় পায় পাকিস্তান, ফলে লজ্জার হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয় সফরকারীরা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। একাদশে পাঁচটি পরিবর্তন এনে নতুন এক কম্বিনেশনে মাঠে নামে টাইগাররা।
প্রথম ইনিংসে পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব ব্যাট হাতে ভালো সূচনা এনে দেন। পাওয়ার প্লের ৬ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ৫০ রান। প্রথম আঘাত হানেন নাসুম আহমেদ, ফিরিয়ে দেন ২১ রান করা সাইমকে। অন্যদিকে শাহিবজাদা তুলে নেন ঝলমলে হাফ সেঞ্চুরি, খেলেন ৪১ বলে ৬৩ রানের এক দুর্দান্ত ইনিংস, যেখানে ছিল ৫টি ছক্কা ও ৬টি চারের মার।
মাঝের ওভারে বাংলাদেশ কিছুটা ঘুরে দাঁড়ালেও মোহাম্মদ নাওয়াজ (৩০), হাসান নাওয়াজ (৩৩) ও সালমান আগা (১২) রানের ঝুলি ভারী করেন। শেষ পর্যন্ত পাকিস্তান তোলে সম্মানজনক স্কোর।
বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ নেন ৩ উইকেট, নাসুম ২টি এবং শরিফুল ও সাইফউদ্দিন ১টি করে উইকেট তুলে নেন।
রান তাড়ায় ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম বলেই তানজিদ হাসান তামিম কট বিহাইন্ড হয়ে ফেরেন। এরপর একে একে সাজঘরে ফেরেন লিটন দাস (৮), মেহেদী হাসান মিরাজ (৯), জাকের আলী (১), শেখ মেহেদী (০) ও শামীম হোসেন (৫)। ওপেনিংয়ে নামা মোহাম্মদ নাঈমও ১০ রান করেই বিদায় নেন।
মাত্র ৪১ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে। একমাত্র লড়াই চালিয়ে যান মোহাম্মদ সাইফউদ্দিন, যিনি ৩৪ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসেই কিছুটা কমে হার ব্যবধান।
পাকিস্তানের হয়ে সালমান মির্জা নেন সর্বোচ্চ ৩ উইকেট, ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজ নেন ২টি করে উইকেট।
সিরিজ জয়ের পরও শেষ ম্যাচে ছন্দ হারাল বাংলাদেশ। অপরদিকে, পাকিস্তান শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে নিজেদের মুক্ত করে সম্মান রক্ষা করল। টাইগারদের জন্য এটি ছিল মিস করা একটি সুযোগ, আর পাকিস্তানের জন্য মর্যাদা ফিরে পাওয়ার দিন।
































