
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫–এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করে মাত্র ১৫ ওভারের আগেই শ্রীলঙ্কা ৬ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয়।
ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন শূন্য রানে ফেরেন। এরপর টপ অর্ডারের ব্যর্থতায় ১০ ওভারের মধ্যেই মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে টাইগাররা।
অধিনায়ক লিটন দাস (২৮) কিছুটা প্রতিরোধ গড়লেও হাসারাঙ্গার বলে আউট হয়ে ফেরেন সাজঘরে।
তবে ষষ্ঠ উইকেটে জাকের আলী (৪১) ও শামীম হোসেন (৪২)** রেকর্ড জুটি গড়ে দলকে ভরসা দেন। এই দুজনের অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিতে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ দাঁড়ায় ১৩৯/৫।
১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোস্তাফিজের ওভারে শুরুতেই উইকেট হারায় লঙ্কারা, এরপর লংকানদের চেপে ধরে বাংলাদেশ দলের বোলাররা, শরিফুলের বলে মেহেদী ক্যাচ মিস করলে বাংলাদেশ দলের বোলিং মোমেন্টাম নষ্ট হয়ে যায়, ওই ক্যাচ মিচের পর থেকেই লংকান বেটাররা টাইগার বলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। লংকান ওপেনার পাথুম নিসাঙ্কা ৩৪ বলে ঝড়ো ৫০ রান করে জয়ের ভিত গড়ে দেন। তার সঙ্গে কামিল মিশারা মিলে গড়েন ৮৫ রানের জুটি।
নিসাঙ্কা ফেরার পরও মিশারা অপরাজিত ৪৬ রানে দলকে সহজ জয় এনে দেন।
বাংলাদেশের বোলিং
টাইগারদের হয়ে শেখ মেহেদী হাসান ২টি উইকেট শিকার করেন। মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব নেন ১টি করে উইকেট। তবে দুর্বল ব্যাটিং আর ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ মিস বাংলাদেশের লড়াই করার সম্ভাবনাই শেষ করে দেয়।
গ্রুপ পর্বে কঠিন পথ
এই হারে এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বের সমীকরণ আরও কঠিন হয়ে গেল। অন্যদিকে, দাপুটে জয় দিয়ে নিজেদের অভিযাত্রা শুরু করেছে শ্রীলঙ্কা।































