
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানল ভয় ধরিয়ে দিয়েছে স্থানীয়দের মনে। ইতোমধ্যে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, পাশাপাশি এক হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে।
ম্যানিটোবা প্রদেশের ল্যাক-ডু-বোনেট এলাকায় দাবানল ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে। ভয়াবহ গরম, প্রচণ্ড শুষ্কতা এবং ঝড়ো বাতাস দাবানল ছড়িয়ে পড়ায় বড় ভূমিকা রাখছে। এসব প্রতিকূল অবস্থার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে, জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP)। পুলিশ কর্মকর্তা ক্রিস হ্যাস্টি বলেন, আগুনে আটকে পড়া দুইজনের মৃত্যু হয়েছে এবং চরম পরিস্থিতির কারণে আজ সকাল পর্যন্ত উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারেননি।
ম্যানিটোবা জুড়ে বর্তমানে ২৪টি সক্রিয় দাবানল রয়েছে, যার মধ্যে অন্তত পাঁচটি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, কানাডায় সাম্প্রতিক বছরগুলোতে বনাঞ্চলে দাবানল বেড়েই চলেছে। ২০২৩ সাল ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল মৌসুম, যদিও তখন মৃত্যুর ঘটনা ছিল তুলনামূলকভাবে কম। কিন্তু এবারের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে সংশ্লিষ্ট মহলে।
আগুন মোকাবেলায় ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রাদেশিক এবং ফেডারেল পর্যায়ের সহায়তাও নেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া অনুকূলে না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।