
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: আজ শুক্রবার (১৬ মে) এক চুলের ব্যবধানে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাকা শিশুসহ মোট ৭১ জন যাত্রী। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিজি-৪৩৬ ফ্লাইটটি উড্ডয়নের কিছুক্ষণ পরই মারাত্মক বিপদের মুখোমুখি হয়।
দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার থেকে উড্ডয়ন করার পরপরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। বিষয়টি আঁচ করতে পেরে পাইলট সঙ্গে সঙ্গে ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-কে জরুরি অবতরণের বার্তা দেন। খবর পাওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করে।
বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটটির বাম পাশের ল্যান্ডিং গিয়ারে সমস্যা ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে কন্ট্রোল টাওয়ারকে অবগত করা হয়। এরপর সব প্রস্তুতি সেরে দুপুর ২টা ২২ মিনিটে বিমানটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সবার বড় স্বস্তির খবর—বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে আছেন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিমান প্রকৌশল বিভাগ কাজ শুরু করেছে।
এই ভয়াবহ ঘটনার পর যাত্রীদের অনেকেই কাঁদতে কাঁদতে আল্লাহর শুকরিয়া আদায় করেন। কিছু যাত্রীকে বিমানের সিঁড়ি বেয়ে নামার সময়ও ভীত-সন্ত্রস্ত দেখা যায়।
এই ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল, আকাশপথে ভ্রমণ যত আধুনিক হোক, নিরাপত্তা ব্যবস্থার প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান কতটা অপরিহার্য।