
আওয়ার টাইমস নিউজ।
স্টাফ রিপোর্টার: মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সংগঠনের মহানগর সংগঠক শাহরিয়ার সিকদারকেও বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৭ মে) রাতে মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিনের স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
এক আদেশে উল্লেখ করা হয়, “ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ভিডিও ছড়িয়ে পড়ায় সংগঠনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। শহীদদের ত্যাগের ভিত্তিতে গঠিত একটি আদর্শিক সংগঠনের প্রতিনিধির এমন আচরণ মেনে নেওয়া যায় না। তাই তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।”
অন্য আদেশে বলা হয়, “চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় আটক হওয়ায় শাহরিয়ার সিকদারকে সংগঠনের মহানগর সংগঠক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
সংগঠনের একাধিক সূত্র জানায়, এসব ঘটনায় অভ্যন্তরীণ অস্থিরতা ও জনসম্মুখে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেতারা বলেন, “সংগঠনের নীতিগত অবস্থান ও আদর্শিক ভাবমূর্তি বজায় রাখতে এ ধরনের শাস্তিমূলক পদক্ষেপ ভবিষ্যতেও কঠোরভাবে অনুসরণ করা হবে।”