
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টি ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করলেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। তামিম ইকবালের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পাওয়া দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখালেন এই বাঁহাতি তারকা।
শনিবার (১৭ মে) রাতে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৫৩ বলে সেঞ্চুরি করেন ইমন—যা বাংলাদেশের ইতিহাসে দ্রুততম টি-টোয়েন্টি শতক। ২৮ বলে অর্ধশতক ছুঁয়ে এরপর আর পেছনে তাকাননি। ৫৪ বলে ৭টি চার ও ৬টি ছয়ের মারে ১০০ রানে পৌঁছে থামেন এই প্রতিভাবান ব্যাটার।
তানজিদ তামিম ও লিটন দাসের দ্রুত বিদায়ের পর চাপের মধ্যে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন ইমন। একপ্রান্ত আগলে রেখে বোলারদের ওপর চালান তাণ্ডব। যদিও তার বিদায়ের পর ইনিংস কিছুটা ছন্দ হারায়, তবে ইমনের ব্যাটে উঠে আসা এই ইনিংসই বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি দেয়।
ইমনের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে দেশের টি-টোয়েন্টি দলের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো জ্বালাল। তরুণদের ওপর ভর করে গড়া এই পরীক্ষামূলক স্কোয়াডে ইমন যেন আস্থার প্রতীক হয়ে উদিত হলেন।