
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: শারজার মরুভূমিতে যেন জ্বলে উঠল বাংলাদেশের ব্যাটিং। আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০ ওভারে তুলে ফেলল ২০৫ রানের পাহাড়সম স্কোর। ব্যাটিং স্বর্গখ্যাত এই উইকেটে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ে চোখে জল এনে দেয় তানজিদ-লিটনদের ঝড়।
তানজিদ হাসান ঝড় তুললেন শুরুতেই—মাত্র ৩৩ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৫৯ রানের বিস্ফোরক ইনিংস। লিটন দাস খেলেছেন ধীরস্থির ইনিংস, ৪০ বলে ৩২ রান করলেও একপ্রান্ত ধরে রাখেন দায়িত্বশীলভাবে। এরপর নাজমুল হোসেন শান্ত (১৯ বলে ২৭) ও তৌহিদ হৃদয় (২৪ বলে ৪৫) মিডল অর্ডারে এনে দেন ছন্দ আর গতি।
শেষদিকে ৬ বলে ১৮ রানের ইনিংসে জাকের আলীর ব্যাট যেন ইনিংসের গায়ে আগুন লাগিয়ে দেয়। শেষ ৫ ওভারে আসে ৬০ রান, হারায় ৩ উইকেট। ইনিংস থামে ২০৫ রানে, যা আমিরাতের জন্য হয়ে উঠেছে রেকর্ড চেজের রুদ্ধশ্বাস এক চ্যালেঞ্জ।
আমিরাতের পক্ষে জাওয়াদুল্লাহ নেন ৩ উইকেট, তবে দেন ৪৫ রান। সাগীর খান নেন ২ উইকেট। বাকি বোলারদের যেন উড়িয়ে দিল বাংলাদেশি ব্যাটসম্যানরা।
এখন চ্যালেঞ্জ আমিরাতের সামনে—২০৬ রানের পাহাড় পেরিয়ে দেওয়ার। শারজার রাতের আলোয় কি জন্ম নেবে কোনো অলৌকিক নাটক? নাকি বাংলাদেশের বোলাররাও তুলবেন আগুনের ঝড়?