
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চামড়া সংরক্ষণে কোনো ধরনের সংকট না হয়, সে লক্ষ্যেই আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লবণ মূলত মাদরাসা, এতিমখানা ও মসজিদভিত্তিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিতরণ করা হবে, যেগুলো কোরবানির চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সক্রিয় থাকে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সভাপতিত্বে সচিবালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, “চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও সঠিকভাবে সংরক্ষণের জন্য লবণ সরবরাহ খুবই গুরুত্বপূর্ণ। যতদিন না বাজারে চামড়া বিক্রির উপযুক্ত পরিবেশ তৈরি হয়, ততদিন যেন এসব চামড়া সংরক্ষণ করা যায়, সে জন্যই এই উদ্যোগ।
তিনি আরও জানান, এবারের ঈদে চামড়ার উপযুক্ত মূল্য নির্ধারণ ও বাজার সিন্ডিকেট প্রতিরোধে কড়া নজরদারির ব্যবস্থা রাখা হচ্ছে। প্রয়োজনে কাঁচা চামড়া সরাসরি রপ্তানির বিষয়টিও বিবেচনায় আনা হবে।
সভায় কোরবানির পশু ব্যবস্থাপনা, হাট নিয়ন্ত্রণ, পশু পরিবহনের সময় নিষ্ঠুরতা রোধ এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়েও আলোচনা হয়। সরকার চায়, ঈদের সময় চামড়া যেন অপচয় না হয় বা মাটিতে পচে না যায়।
এই পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আগে থেকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি সাভার চামড়া শিল্প নগরীসহ অন্যান্য জায়গায় বর্জ্য ব্যবস্থাপনাও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।