
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষার্থী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি আগে পরিচিত ছিলেন এ আর ধ্রুব নামে। ধর্মান্তরের পর তার নতুন নাম—আব্দুর রহমান ধ্রুব।
ধ্রুব ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার (২৩ মে) রাতে এক আবেগঘন পোস্টে ইসলাম গ্রহণের ঘোষণা দেন।
সেখানে তিনি লেখেন, “অনেকদিন ধরেই মানসিক বিষণ্নতায় ভুগছিলাম। সে সময় জীবনের আশা হারিয়ে ফেললেও আল্লাহ সব সময় আমাকে রক্ষা করেছেন।”
ধ্রুব জানান, তিনি সবসময় সৃষ্টিকর্তা ও জীবন নিয়ে কৌতূহলী ছিলেন। তিনি বলেন, “আমি হিন্দু ধর্মের অনুসারী ছিলাম এবং অসংখ্য দেবতায় বিশ্বাস করতাম। কিন্তু আমার জীবনে ছিল না কোনো শান্তি। মনে হত, আমি কী যেন কিছু মিস করছি।”
তিনি আরও লিখেছেন, “একসময় আমি সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়েও সন্দিহান হয়ে পড়ি। তখন আমি বিভিন্ন ধর্ম সম্পর্কে পড়াশোনা শুরু করি। অবশেষে বুঝতে পারি, ইসলামই একমাত্র সত্য।”
নিজের পরিবার ও ঘনিষ্ঠজনদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি জানি, সবাই এই সিদ্ধান্ত সহজভাবে নেবে না। তবে আমি চাই, আপনারা অন্তত একবার কুরআন পড়ুন—তর্কের জন্য নয়, সত্য জানার জন্য।”
জানা গেছে, আব্দুর রহমান ধ্রুবর বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায়। তিনি চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ঢাকার দায়রা জজ আদালতে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করেন।
তার এই পদক্ষেপ বাংলাদেশের সংবিধান অনুযায়ী একটি নাগরিকের নিজস্ব ধর্ম পছন্দের স্বাধীনতারই প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।