
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-সিঙ্গাপুর আন্তর্জাতিক প্রীতি ম্যাচের টিকিট আজ শনিবার দুপুর ১২টায় বিক্রি শুরুর কথা থাকলেও শেষ মুহূর্তে তা আট ঘণ্টা পিছিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন সূচি অনুযায়ী, টিকিট বিক্রি শুরু হবে রাত ৮টা থেকে।
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস জানিয়েছেন, “আমাদের একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, সেটি শেষ করে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে।” তিনি আরও জানান, অনলাইন টিকিট বিক্রির সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন।
এবারই প্রথমবারের মতো বাফুফে অনলাইন প্ল্যাটফর্মে টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছে। ‘টিকিফাই’ নামক একটি প্রতিষ্ঠান এর দায়িত্বে রয়েছে। www.tickify.live ওয়েবসাইটে নাম, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন শেষে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করলে ই-মেইলে পাঠানো হবে টিকিট। একজন সর্বোচ্চ ৫টি টিকিট কিনতে পারবেন।
ম্যাচের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। তবে নতুন এই অনলাইন কার্যক্রম নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও কৌতূহল দেখা দিয়েছে।