
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত ২টা ১৫ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হংকং হয়ে তিনি টোকিওর উদ্দেশে যাত্রা করেন। জাপানের স্থানীয় সময় বুধবার দুপুর আড়াইটায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।
এ সফরের মূল আকর্ষণ ৩০তম নিক্কেই ফোরামে অংশগ্রহণ, যেখানে ইউনূস ‘অশান্ত বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন। ফোরামে অংশ নিচ্ছেন লাওস, পালাউ, জাপান, কম্বোডিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুরের শীর্ষ নেতৃবৃন্দসহ নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
এছাড়াও সফরের অংশ হিসেবে অধ্যাপক ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। এই আলোচনায় বাণিজ্য-বিনিয়োগ, মানবসম্পদ উন্নয়ন, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে ডুয়েল-গেজ ডাবল-ট্র্যাকে উন্নীতকরণ বিষয়ক নোট বিনিময়সহ সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টা সফরের দ্বিতীয় দিন বিকেলে জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট তারো আসো-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সন্ধ্যায় নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।
এছাড়া, তিনি জাইকা প্রেসিডেন্ট তানাকা আকিহিকো, জেট্রো প্রেসিডেন্ট কিমুরা ফুকুনারি-সহ জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। তিনি ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ বক্তব্য রাখবেন এবং উভয় দেশের তরুণ পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।
এই সফরে সামাজিক ব্যবসা ও উদ্ভাবনের ক্ষেত্রে অবদানের জন্য জাপানের সোকা বিশ্ববিদ্যালয় ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। সেখানে তিনি একটি বিশেষ ভাষণ দেবেন।
সফরের শেষ দিন তিনি প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত কমিউনিটি সংবর্ধনা ও রাষ্ট্রদূতের নৈশভোজ-এ অংশ নেবেন। শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সে টোকিও ছাড়ার পর সিঙ্গাপুর হয়ে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
এই সফর বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে বলে কূটনৈতিক মহল মনে করছে।