
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের আকাশে গতকাল হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সৌদি আরবের সরকারিভাবে গঠিত চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে। ফলে দেশটিতে আজ (বুধবার, ২৮ মে) থেকে শুরু হচ্ছে জিলহজ মাস।
এ তথ্য জানিয়ে পবিত্র দুই মসজিদভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট Inside the Haramain এক ঘোষণায় জানিয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী চাঁদ দেখা যাওয়ার ১০ম দিনে উদযাপিত হবে মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব—ঈদুল আজহা।
চাঁদ দেখা গেছে কোথায় কোথায়?
শুধু সৌদি আরবই নয়, একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত ও ইন্দোনেশিয়াতেও জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানা গেছে। ফলে এসব দেশেও একই দিন শুরু হবে জিলহজ।
আরাফার দিন কবে?
ধর্মীয় নিয়ম অনুযায়ী, ৯ জিলহজে মুসলিম হজযাত্রীরা জমায়েত হন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। এই দিনটি হজের মূল রোকন হিসেবে বিবেচিত হয়। এদিন সকালে তাঁরা মিনার তাঁবু থেকে রওনা হয়ে আরাফাতে গিয়ে দুপুর পর্যন্ত অবস্থান করেন। আরাফার ময়দান ধ্বনিতে মুখরিত হয়—
“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক”
এদিন যারা হজে অংশ নেন না, তারাও রোজা রেখে দিনটিকে পালন করেন। হাদিসে এই রোজার ফজিলত বলা হয়েছে এক বছর আগের এবং এক বছর পরের গুনাহ মোচনের সাম্য।
চাঁদ দেখা যাওয়ার ১০তম দিন উদযাপিত হয় ঈদুল আজহা, যাকে কুরবানি ঈদও বলা হয়। মুসলিম উম্মাহর এ উৎসবে কোরবানির মাধ্যমে স্মরণ করা হয় হজরত ইব্রাহিম (আ.)–এর বিস্ময়কর ত্যাগ ও আল্লাহর প্রতি আনুগত্য।