
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের ৮০০ জন আইনজীবী, প্রাক্তন বিচারক ও শিক্ষাবিদ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে একটি খোলা চিঠি পাঠিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞার আবেদন করেছেন। গাজা অঞ্চলকে কেন্দ্র করে ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে তারা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছেন।
চিঠিতে বলা হয়েছে, গাজায় চলমান পরিস্থিতি থেকে স্পষ্ট যে গণহত্যার ঝুঁকি বিদ্যমান। এজন্য যুক্তরাজ্য সরকারকে অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং ফিলিস্তিনিদের জন্য জরুরি মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। এছাড়াও, ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনা এবং যৌথ অংশীদারিত্বমূলক রোডম্যাপ স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের গাজার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই খোলা চিঠি ফ্রান্স ও কানাডার নেতাদের মানবিক সংকট ‘অসহনীয়’ বলে মন্তব্যেরও সমর্থন জ্ঞাপন করেছে।
এদিকে, যুক্তরাজ্য ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায়বিচার রক্ষায় এই পদক্ষেপের মাধ্যমে ব্রিটিশ সরকারের ওপর চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
তথ্য সূত্র: আল জাজিরা