
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৪ মিনিটে একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানী ঢাকা ও দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ বেশ কয়েকটি অঞ্চল। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের মইরাং এলাকায়, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৬.৬ কিলোমিটার গভীরে অবস্থিত। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২।
ঘুমন্ত নগরবাসীর অনেকেই ভূমিকম্পের কম্পনে জেগে ওঠেন। ঢাকার মিরপুর, উত্তরা, গুলশান, ধানমন্ডি, বাসাবোসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা কম্পন অনুভব করেন এবং অনেকেই আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। ভূকম্পন অনুভূত হয়েছে চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ময়মনসিংহ এবং পার্বত্য অঞ্চলেও।
ভূমিকম্পটি অগভীর স্তরে উৎপন্ন হওয়ায় কম্পনের তীব্রতা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। যদিও এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবুও বিশেষজ্ঞরা ভবিষ্যতের জন্য সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, এই ভূমিকম্পটি টেকটোনিক প্লেটের সঞ্চালনের ফল। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে এ ধরনের কম্পন মাঝেমধ্যে অনুভূত হওয়া অস্বাভাবিক নয়।
বিশ্বব্যাপী ভূকম্পন বিশ্লেষণকারী সংস্থা USGS (United States Geological Survey) এবং EMSC (European-Mediterranean Seismological Centre) – উভয় সংস্থাই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।
দ্রুত উদ্ধার তৎপরতা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ও অন্যান্য শহরের সিটি কর্পোরেশন ও প্রশাসনকে নির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলায় জনসাধারণকে প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগও নেওয়া হচ্ছে।