
আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সন্তান ও বর্তমানে পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) দায়িত্বে থাকা বিজিবি সদস্য সিপাহী সুরঞ্জন কুমার সম্প্রতি তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেওয়ার পর তিনি নতুন নাম গ্রহণ করেছেন মো. আবু সুফিয়ান (৩০)।
তার স্ত্রী রূপা রানী দাস এখন মোছা. সামিয়া জান্নাত (২৪), কন্যা উষসী রানী দাস হয়েছেন মোছা. সাবিহা সুলতানা (৪), এবং পুত্র সায়ান দাস এখন মো. আবু সানাফ নামে পরিচিত।
আবু সুফিয়ান জানান, “ইসলাম ধর্মে সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়। আল্লাহ তায়ালাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র মালিক।” তার স্ত্রীর বক্তব্য আরও হৃদয়গ্রাহী: “আমরা বিশ্বাস করি, আল্লাহ নিরাকার ও অবিনশ্বর। আর হযরত মোহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল। আমরা কারো প্ররোচনায় নয়, সম্পূর্ণ স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে ইসলাম গ্রহণ করেছি।”
জানা গেছে, তারা ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে এবং ২৪ অক্টোবর পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এফিডেভিটের মাধ্যমে ধর্মান্তরিত হন।
পঞ্চগড় ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনা শুধু একটি পরিবারের ইসলাম গ্রহণের নয়—এটি হলো আলোর পথে ফিরে আসার এক অনন্য সাহসিকতার প্রতিচ্ছবি। সামাজিক ও ধর্মীয় সহনশীলতার এই নজির মানুষের হৃদয়ে স্থায়ী রেখাপাত করবে বলে বিশ্লেষকদের ধারণা।