
আওয়ার টাইমস নিউজ।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে টাইগার বোলারদের অসাধারণ বোলিং নৈপুণ্যে ভারতীয়দের মাত্র ২১১ রানের মধ্যে অলআউট করে দেয় বাংলাদেশ দল।
তবে আশ্চর্যের বিষয় হলো,২০১২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে ফেলে বাংলাদেশ দল। তখন সবাই ভাবছিল বাংলাদেশ দলের জয় এখন সময়ের ব্যাপার মাত্র। অথচ টাইগার বাহিনী চরম দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংয়ের পরিচয় দিয়ে ১ উইকেটে ৯৪ রান থেকে ১৬০ রানে অলআউট! ভারতীয় স্পিনারদের ভেলকিতে মাত্র ৫৬ রানের মধ্যে বাকি ৯ উইকেট হারিয়ে ইমার্জিং কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো বাংলাদেশ এ দলের।
এদিকে বাংলাদেশ দলের হারার কারণ হিসেবে অনেকেই বাজে আম্পায়ারিংকে দুষছেন। কারণ আম্পায়াররা অনেকগুলো সিদ্ধান্তই বাংলাদেশের বিপক্ষে দিয়েছেন, ওই সিদ্ধান্তগুলো বাংলাদেশের পক্ষে আসলে টাইগাররাই হয়তো আজ ফাইনালে থাকতো।