
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ভারতের কর্ণাটকে স্ত্রীর পরকীয়ার অভিযোগে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। বেঙ্গালুরুর আনেকল এলাকায় স্ত্রীকে শিরশ্ছেদ করে কাটা মাথা হাতে থানায় হাজির হয়েছেন শঙ্কর নামের এক ব্যক্তি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২৬ বছর বয়সী মানাসা ও তার স্বামী শঙ্কর কিছুদিন আগে হিলালিগে গ্রামে ভাড়া থাকতেন। ৩ জুন রাতে কাজে বের হয়ে অপ্রত্যাশিতভাবে ফিরেই স্ত্রীর সঙ্গে এক পুরুষকে দেখতে পান শঙ্কর। এ নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া হয়।
এরপরও বারবার উত্ত্যক্তের অভিযোগে ক্ষুব্ধ হয়ে শঙ্কর স্ত্রী মানাসাকে শিরশ্ছেদ করেন। পরে তার কাটা মাথা নিয়ে সূর্যনগর থানায় আত্মসমর্পণ করেন।
বেঙ্গালুরু পুলিশ সুপার সি কে বাবা জানান, “ঝগড়ার একপর্যায়ে স্বামী স্ত্রীকে মারধর করে নৃশংসভাবে হত্যা করেন এবং অপরাধ স্বীকার করেন। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে।”
জানা যায়, এই দম্পতির একটি সন্তানও রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।