
আওয়ার টাইমস নিউজ।
রাজধানীর ধোলাইখালে বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
এরপর ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে গয়েশ্বর চন্দ্র রায়ের রাজকীয় মধ্যাহ্নভোজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়। এই ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে তোলপাড় শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, সরকার হয়তো বিএনপির সাথে সুন্দর একটি আলোচনা করে নির্বাচনকালীন সরকারী গঠন করতে চায়।
আবার অনেকেই গয়েশ্বর রায়কে গোপনে আওয়ামী লীগের সাথে আঁতাত করছেন বলেও সন্দেহ প্রকাশ করছেন।
আজ শনিবার (২৯ জুলাই) দুপুরের দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের মধ্যে এই মধ্যাহ্নভোজ গ্ৰহন করেন গয়েশ্বর চন্দ্র রায়।
জানা গিয়েছে, বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়নের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। মধ্যাহ্নভোজের তালিকায় ছিল খাসি গোস্ত, মুরগির গোস্ত, এবং একাধিক মাছের তরকারি,রোস্টের সাথে সবজি ও ছিল। এছাড়া ফলের মধ্যে ছিল আম, মালটা, আঙ্গুর ও ড্রাগন। ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে এক টেবিলে খাবার খান। এ সময় গয়েশ্বরকে ভাত তুলে খাওয়ান ডিবি প্রধান হারুন। এরপর একটি গাড়িতে করে তাকে নয়াপল্টনের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।