
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়া ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের রাশিয়ার অভিযানকে পুর্ণ সমর্থন করে, কিন্তু অন্যদিকে ইউক্রেনীয় গোলন্দাজ সেনাবাহিনীরা রাশিয়ার বিরুদ্ধেই উত্তর কোরিয়ার তৈরি পাগলা রকেট ব্যবহার করছে বলে জানা গিয়েছে।
ব্রিটেনের প্রভাবশালী একটি সংবাদ মাধ্যম ফিনানশিয়াল টাইমস খবর বলা হয়েছে, উত্তর কোরিয়ার ঐ অস্ত্র ইউক্রেন এর আগে ব্যবহার করেছে বলে জানা যায়নি। তবে বিধ্বস্ত শহর বাখমুতের কাছে ইউক্রেনীয় সৈন্যরা ফিনানশিয়াল টাইমসের সাংবাদিককে সোভিয়েত আমলে তৈরি গ্রাড মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) দেখিয়েছে বলেই বিষয়টি সামনে এসেছে।