
আওয়ার টাইমস নিউজ।
আজ বুধবার (২ আগষ্ট) দিনের শুরুতেই রাজধানীর দুই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরো ৪ জন রুগীর মৃত্যু হয়েছে। চলতি মাসের প্রথম দুই দিনেই এ নিয়ে ১৪ জন মারা গিয়েছে।
আজ সকালে মুগদা হাসপাতালে ২ জন ও ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে মারা গিয়েছে আরও দুই জন ডেঙ্গু আক্রান্ত রোগী। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১২ জন। সব মিলিয়ে ডিএনসিসি হাসপাতালে এখন ২৬২ রোগীর চিকিৎসা চলছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগী এখন ৪৯৬; যাদের ৮৮ জন শিশু। গেল একদিনে নতুন ১৫১ রোগী ভর্তি হয়েছেন মুগদা হাসপাতালে।