
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে দ্রুত স্বীকৃতি দিতে হবে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে দেওয়া এই ভাষণে তিনি বলেন, গাজায় যে বর্বর হত্যাযজ্ঞ চলছে, তা শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো মানবজাতির জন্য কলঙ্ক। তিনি কঠোর ভাষায় গাজার পরিস্থিতিকে “চরম জাতীয়তাবাদ এবং নির্মম ভূরাজনীতির ভয়াবহ ফলাফল” বলে উল্লেখ করেন।
অধ্যাপক ইউনূস আরও বলেন, শিশুরা অনাহারে মারা যাচ্ছে, নিরপরাধ মানুষ নির্বিচারে হত্যা করা হচ্ছে। হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্র, কোনো স্থানই রক্ষা পাচ্ছে না। অথচ আন্তর্জাতিক সম্প্রদায় এখনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।
তিনি জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিটির বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, গাজায় একটি প্রকাশ্য গণহত্যা সংঘটিত হচ্ছে এবং তা থামাতে বিশ্ব যথেষ্ট আন্তরিক নয়।
এসময় তিনি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল গড়ে তোলারও আহ্বান জানান। একইসঙ্গে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারের প্রতি সমর্থন জানান তিনি।