
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মুন্সীগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূ ছিনতাইয়ের ঘটনা। কনে হারিয়ে একাই বাড়ি ফিরতে হয়েছে নবগৃহীত বরকে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার রামপার ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায়। এ ঘটনায় পুরো এলাকায় আলোচনার ঝড় উঠেছে।
স্থানীয়রা জানান, টঙ্গীবাড়ী উপজেলার পুরা শিবির এলাকার মৃত শফি বেপারীর ছেলে মুরাদ বেপারীর সঙ্গে ছয় মাস আগে সুমাইয়া আক্তারের কাবিন সম্পন্ন হয়। নির্ধারিত তারিখে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিয়ের সব আয়োজন শেষে কনেকে ঘরে তোলার প্রস্তুতি নেয় বরপক্ষ।
কিন্তু ফেরার পথে কয়েকজন মোটরসাইকেল আরোহী তাদের গাড়ি আটকে নববধূকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত বর ও স্বজনরা দাবি করেন, খাবার পরিবেশন নিয়ে কনে ও বরপক্ষের মধ্যে সকালে কিছু কথাকাটাকাটি হয়, যার জের ধরে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
এ ঘটনায় বর মুরাদ একাই নববধূ ছাড়া বাড়ি ফিরতে বাধ্য হন। পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।